শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

বান্দরবান ক্রীড়াঙ্গনে সবধরনের বৈষম্য দূর করাসহ বিভিন্ন দাবীতে মতবিনিময় সভায়

বান্দরবানে ক্রীড়া সংশ্লিষ্টরা বলেছেন- আগামি দিনে ক্রীড়াঙ্গনে সবধরনের বৈষম্য দুর করতে হবে। পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থা নিয়ন্ত্রিত সব ইভেন্টের প্রতিযোগিতা, প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রম চালু করার আহ্বান এবং ইভেন্ট অনুযায়ী প্রতিবছর ক্রীড়া মেলা আয়োজনের দাবী জানিয়েছেন সম্মিলিত ক্রীড়া পরিবারের সদ্যসরা।

শুক্রবার (৩০ আগষ্ট) বিকেলে বান্দরবান প্রেস ক্লাব কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই দাবী জানান।

এসময় বিপুল সংখ্যক খেলোয়াড় ও কর্মকর্তা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি (দ্বি-বার্ষিক) আজহারুল ইসলাম বাবুল।

রাজেশ দাশ এর সঞ্চালায় মতবিনিময় সভায় বান্দরবানের ক্রীড়া ভিত্তিক সংগঠন সম্মিলিত ক্রীড়া পরিবার এর সাথে ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল, হকি, ব্যাডমিন্টন, এ্যাথলেটিকস, জিমন্যাষ্টিক, সাঁতার, খোখো, তায়কোয়ান্দো, উশু, কারাতে, সাইক্লিং, কাবাডি, দাবা, নৌকাবাইচসহ বিভিন্ন ইভেন্ট এর খেলোয়াড়, কোচ, সংগঠক ও ক্রীড়া ব্যক্তিরা নিজেদের মতামত তুলে ধরেন।

10Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়