বান্দরবানে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে মহান শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)।
সোমবার সকালে মেঘলাস্থ স্মৃতিস্তম্ভে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) এর নেৃতৃবন্দ।
এসম জেলা কমিটির সভাপতি উবামং মারমা, সাধারণ সম্পাদক জুয়েল ত্রিপুরাসহ বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (গণতান্ত্রিক) এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে স্মৃতিস্তম্ভে বিভিন্ন সরকারী-বেসরকারী বিভাগ, রাজনৈতিক, সামাজিক সংগঠনেরপক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। সকাল সাড়ে ৬টা থেকে জেলা পরিষদ এলাকায় উৎুসক মানুষের ঢল নামে।
0Shares