সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবানের লামা উপজেলায় ছাত্র সমাবেশের আয়োজন করেছে আজিজনগর সাংগঠনিক থানা ছাত্রদল।
(৪ জানুয়ারী) শনিবার বিকাল তিনটার দিকে আজিজনগর চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ ওসমান গনি, সহ-সভাপতি সাশৈপ্রæ, আলহাজ¦ নাজেমুল ইসলাম চৌধুরী, আলহাজ¦ আব্দুস শুক্কুর এবং প্রধান বক্তা হিসেবে আছিল, বান্দরবান পার্বত্য জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর সিদ্দিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিজনগর সাংগঠনিক থানা ছাত্রদলের সভাপতি মোবারক হোসেন এবং সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ জুবাইরুল ইসলাম।