বৃহস্পতিবার- ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com

বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে দুই কেএনএফ সদস্য নিহত

বান্দরবানের রুমায় যৌথবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্য নিহত হয়েছে। এসময় তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমান গোলাবারুদ ও ওয়াকিটকিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেন।

রোববার (২৮ এপ্রিল) আন্তঃ বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আইএসপিআর সুত্রে জানা যায়,  রুমার প্রাংসা ইউপির ৬ নম্বর ওয়ার্ডের বাকলাই পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। তবে তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল থেকে সকাল পর্যন্ত ওই এলাকায় প্রচণ্ড গোলাগুলি শব্দ শোনা গিয়েছিল। পরে আজ সকালে গুলিবিদ্ধ দু’টি মরদেহ জঙ্গলে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, ‘দুই জন কেএনএফ সদস্য নিহতের খবর পেয়ে আমাদের পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে আনা হবে। তবে এখনও সে সব এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।’

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়