বৃহস্পতিবার- ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

বান্দরবানের পাহাড়ে শান্তি রক্ষায় শোভাযাত্রা, পথনাটক ও সমাবেশ 

পার্বত্য জেলা বান্দরবানে শান্তি শৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাসীদের কর্মকান্ড বন্ধের দাবি নিয়ে শোভাযাত্রা, পথনাটক ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

০২ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ৩টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে সম্প্রীতির মিছিলে বান্দরবান এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবানের রাজার মাঠ থেকে জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাশাপাশি বাঙ্গালী সম্প্রদায়ের বিভিন্ন জনসাধারণ অংশগ্রহণ করে এক শোভাযাত্রায়।

পরে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বান্দরবান শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরবান প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়।

পরে প্রেসক্লাবের সামনে এক পথ নাটক অনুষ্ঠিত হয়। পথ নাটকে পার্বত্য জেলা বান্দরবানের বর্তমান অবস্থা তুলে ধরার পাশাপাশি দুর্গম এলাকাগুলোতে সন্ত্রাসীদের কর্মকান্ড আর এর প্রভাবে পর্যটনে ক্ষতির চিত্রগুলো সুন্দরভাবে তুলে ধরেন নাট্যকর্মীরা। এসময় নাট্যকর্মীরা পাহাড়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় সকলের সহবস্থান নিশ্চিত করার প্রতি জোর দেন।

পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয় আর সমাবেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মারমা, ত্রিপুরা, ম্রো, বম, খুমী সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন মসজিদের ইমাম, বৌদ্ধ বিহারের ভিক্ষু এবং ছাত্র সমাজের প্রতিনিধিরা বক্তব্য প্রদান করেন এবং পার্বত্য এলাকার উন্নয়ন অব্যাহত রাখার পাশাপাশি পাহাড় থেকে সকল সন্ত্রাসীদের নির্মূল ও শান্তি শৃঙ্খলা বজায় রেখে উন্নয়নের গতি বৃদ্ধির আহবান জানান।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়