বৃহস্পতিবার- ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com

বাইশারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে খতমে কুরআন বিশেষ দোয়া মাহফিল শেষে মাদ্রাসার শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

(৩০ মে) বৃহস্পতিবার জোহরের নামাজ শেষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে মাদ্রাসার শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ছৈয়দ নুর কারবারি, বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুর রশিদ নাইক্ষ্যংছড়ি যুবদলের যুগ্ন আহবায়ক আমিরুল কবির রকিব, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন
ছাত্র দল নেতা কামাল উদ্দিন, সাবেক
বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক ছব্বির আহমেদ, বাইশারী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক জাহিদ রুবেল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুর রশিদ, ছাত্র দলের সাবেক সভাপতি মুফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেল তালুকদার, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন, নেজাম উদ্দিনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

এ সময় বক্তারা বলেনএকজন জিয়াউর রহমানের অভাব আজ দেশ হাড়ে হাড়ে টের পাচ্ছে। তাহার অবর্তমানে খালেদা জিয়া এদেশকে আগলে রেখেছেন। স্বৈরাচারী এ সরকার দেশকে খাদের কিনারায় নিয়ে গেছে। আমরা আমাদের দেশকে আবারো নতুন করে মুক্ত বাতাসের স্বাদ দিব আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালন করে।

এদেশের মানুষের আজ ভোটের অধিকার নাই, ভাতের অধিকার নাই, কথা বলার স্বাধীনতা নাই, আর বাজারের কথা তো নাই বললাম। এ অবস্থা থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে খালেদা জিয়ার ও তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই। দ্রুতই জনগণের আন্দোলনে এ অবৈধ মসনদ ভেঙে দেয়া হবে।

23Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়