বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে আকস্মিক বন্যায় পানিবন্দি হয়ে পড়ে ৩ শতাধিক পরিবার বাইশারীতে স্বরণকালের এই আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি গবাদিপশু, ফসলের মাঠ, অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাসহ অনেক কিছুই। এমন আকস্মিক বন্যা পরিস্থিতিতে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে সৌদি প্রবাসী দেলোয়ার ও আবু হুরাইরা।
২৩ আগষ্ট শুক্রবার বিকাল ৩টায় সৌদি আরব প্রবাসী মোঃ দেলোয়ার ও আনু হুরাইরা নিজের উপার্জিত অর্থ হতে দক্ষিণ নারিচবুনিয়া ও দক্ষিণ বাইশারী ১০০ টি ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী দেলোয়ার এর পিতা মোঃ জাকের হোসেন তাহার ছোট ভাই মিজবাহ উদ্দীন।
দৈনিক ইত্তেফাক ও দৈনিক বাঁকখালী পত্রিকার নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি সাংবাদিক আবদুর রশিদ বলেন, বন্যার্তদের পাশে সৌদি প্রবাসী দেলোয়ার ও আবু হুরাইরা আসহায় মানুষের পাশে এগিয়ে আসায় আমি তাদেরকে বাইশারী ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তাঁরা প্রত্যন্ত অঞ্চলে প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি তাদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করি।