লামায় বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশন এর উদ্যোগে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামাল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রদীপ কান্তি দাশ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সরই ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস,রাবার গার্ডেন এসোসিয়েশন এর উপদেষ্টা অধ্যাপক কাজী শাহাদাত হোসাইন, বীর মুক্তিযোদ্ধা ছলিমুল হক, আ.ত.ম. জাফরুল আলম, ফজলুল কাদের, মহাসচিব মইনুল ইসলাম, সাবেক মহাসচিব কাউছার জামাল, গবেষণা সম্পাদক অধ্যক্ষ ড. মুহাম্মদ সানাউল্লাহ, বাইশারী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোহাম্মদ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা।
রাবার হলো বাংলাদেশের White Gold বা সাদা সোনা। এই সাদা সোনা ক্ষাত শিল্পটি হারিয়ে গিয়ে যেন কয়লা হয়ে না যায় সেদিকে বর্তমান তরুন প্রজন্মের এগিয়ে আসা লাগবে।রাবার বাগানের মালিক ও কর্মজীবী মানুষদের পূর্বের নানান কষ্ট সম্পর্কে তুলে ধরেন বাংলাদেশ রাবার গার্ডেন এসোসিয়েশন এর উপদেষ্টা ও সদস্যবৃন্দ।
এ বিষয়ে অনুষ্ঠানের বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান প্রদীপ কান্তি দাশ বলেন,বর্তমান সরকার উন্নয়ন নিয়ে কাজ করছ।পূর্বে এ সম্পর্কে তেমন না জানলেও বান্দরবানের ৩০০নং আসনের সাত বারের এমপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয় এটা নিয়ে পার্বত্য চট্টগ্রাম বোর্ডের সদস্যদের নিয়ে আলোচনা করেছে।তাছাড়া গত উপজেলা নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে নির্বাচিত করাই উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামাল জানান,রাবার এসোসিয়েশন এর মালিকদের পূর্বে ডাকলেও তারা সরাসরি দেখা করতো না, স্টাফদের পাঠাতো।এখন সমস্যার পরে যোগাযোগ করছে।যাক সম্পর্ক হয়েছে, সমস্যা সমাধান এখন বড় হয়ে গিয়েছে।তবে রাবার বাগানের উন্নয়ন,শ্রমিকদের উপকার বা কোনো সমস্যা হলে সহযোগিতা করার আশ্বাস দেন উপজেলা চেয়ারম্যান।
সবশেষে বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশন এর সভাপতি কামাল উদ্দিন এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।