দ্বীর্ঘ বছর পর বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন কক্সবাজারের ঈদগাঁও উপজেলা শাখায় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ১৫ জুলাই সোমবার ঈদগাঁও বাজারস্থ নিজস্ব কার্যালয়ে সদ্য বিদায়ী কমিটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সুকুমার মল্লিকের পরিচালনায় সাধারন সভা অনুষ্টিত হয়।
সভায় অর্থ সম্পাদক মিলন ধর বিদায়ী কমিটির যাবতীয় হিসাব নিকাশ উপস্থাপন করেন। পরবর্তীতে উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে `মুক্তা জুয়েলার্স`র সত্ত্বাধিকারি মিলন আচার্য্যকে আহবায়ক, `দুবাই স্বর্ণ বিতান`র সত্ত্বাধিকারি আরিফুর রহিমকে সচিব এবং জুয়েলার্স ব্যাবসায়ী খোকন ধর, সঞ্জয় ধর ও পরিমল কান্তি দে কে সদস্য করে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচনকালিন আহবায়ক কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিকে আগামী ৪৫ কার্য দিবসের মধ্যে বাজুস ঈদগাঁও উপজেলা শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব দেওয়া হয়। কমিটিতে সভাপতি, সিনিঃ সহঃ সভাপতি, সহঃ সভাপতি, সাধারন সম্পাদক, সহঃ সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, অর্থ সম্পাদক ও তিনজন নির্বাহী সদস্যের সমন্বয়ে ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে দেশের সর্ববৃহৎ জুয়েলার্স এসোসিয়েশন বাজুস এর ঈদগাঁও উপজেলা শাখার কমিটি গঠন করার জন্যে এসোসিয়েশনের সকল সদস্য, বাজারের জুয়েলার্স ব্যাবসায়ীবৃন্দ এবং বৃহত্তর ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির প্রতি আন্তরিক সহযোগীতা কামনা করেছেন কমিটির আহবায়ক মিলন আচার্য্য এবং সচিব আরিফুর রহিম।
১৬/৭/২০২৪
সেলিম উদ্দীন,ঈদগাঁও -০১৮১৮১২৫৪০০