মঙ্গলবার- ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

বাঁশখালী থানা পুলিশের অভিযানে নাশকতার মামলার আসামী গ্রেফতার

বাঁশখালী থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এর নির্দেশনায় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই(নিরস্ত্র) মোঃ ইমাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ আজ ১৮ই মার্চ ২০২৫ সোমবার বাঁশখালী থানাধীন শীলকূপ ইউপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া নাশকতা মামলার অন্যতম আসামি বাঁশখালী থানাধীন শীলকূপ ইউনিয়ন পশ্চিম মনকিচর ১নং ওযার্ড মৃত আবুল কাশেম এর পুত্র
নুর মোহাম্মদ নামে একজনকে আটক করা হয়। তিনি দীর্ঘ দিন যাবৎ নানা ছদ্মবেশে লুকিয়ে ছিল বলেও জানা যায়।

নুর মোহাম্মদকে গ্রেফতারের পর তার এলাকায় স্বস্তি ফিরেছে বলে দাবি করছেন স্থানীয় লোকজন। তিনি এলাকায় ত্রাস সৃষ্টি করে সব সময় চাঁদাবাজী জমি দখল ও অধিপত্যে বিস্তার করতো বলেও জানান এলাকা লোকজন।

এই বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম মুঠোফোন বলেন, নাশকতা মামলার আসামী নুর মোহাম্মদ নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে এলাকার মানুষ প্রায় সময় বিভিন্ন অভিযোগ দিয়ে আসছিল। বিশেষ করে তিনি এলাকায় ত্রাস সৃষ্টি করে মানুষের জমি দখল করতো। আগামীকাল তাকে আদালতের শোপর্দ করা হবে বলে জানান ওসি।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়