চট্টগ্রাম বাঁশখালী’র স্বনামধন্য বেসরকারি হাসপাতাল জলদী আধুনিক হাসপাতালে তিন কন্যার জননীর কোলে এলো ফুটফুটে আরও যমজ তিন পুত্র সন্তান। গতকাল রাত ৯:৫০ মিনিট থেকে ৯:৫৫ মিনিটের মধ্যে পর পর তিন পুত্র সন্তানের জন্ম হয় নরমাল ডেলিভারিতেই। ডাক্তার সূত্রে জানা যায় এসব ডেলিভারি গুলো সাধারণত বড় ধরনের অপারেশনে করা বাধ্যতামূলক হলে ও জলদী আধুনিক হাসপাতালে ডেলিভারি টিম এর একান্ত দক্ষতা ও প্রচেষ্টার মাধ্যমে সিনিয়র নার্স হাছিনা আক্তারের তত্বাবধানে সুষ্ঠু ভাবে ডেলিভারি সম্পন্ন হয়। বর্তমানে মা এবং তিন পুত্র সন্তান স্বাভাবিক ও সুস্থ রয়েছে।
জানা যায়, বাঁশখালী থানাধীন গন্ডামারা ইউনিয়ন ২নং ওয়ার্ড রহমান আলীর বাড়ির জাকের ও শাহানা আক্তার দম্পতির কোলে এই তিন পুত্র সন্তান আসে। এর আগে তাদের দম্পতিতে তিন কন্যা সন্তান ও রয়েছে। তবে,
জাকের ও শাহানা আক্তার দম্পতির সাথে কথা বলে জানা যায়, তারা আর্থিক ভাবে খুবই অস্বচ্ছল। এই অসচ্ছলতার কারণে ৩ টা বাচ্চা এক সাথে লালন করা কষ্ট সাধ্য হবে বলে জানান তিনি। উল্লেখ্য যে তিন সন্তানের নাম রাখা হয় মো: জুনায়েদ হোসেন,মো: জুবায়ের হোসেন,মো: জোভান হোসেন।
জলদী আধুনিক হাসপাতালের সিনিয়র নার্স হাছিনা আক্তার বলেন, জাকের আহমেদের স্ত্রীর শাহানা বেগমের ডেলিভারির সময় হলে তারা বিভিন্ন হাসপাতালে মহিলা ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তার আলট্রাস্নোগ্রাফী করে টু-ইন বেবী বলে চট্টগ্রাম শহরে উন্নত চিকিৎসার জন্য রেফার করে। রোগীর স্বজনরা চট্টগ্রাম শহরে নিতে অপারগ হলে জলদী আধুনিক হসপিটালে নিয়ে আসেন। জলদী আধুনিক হসপিটালের আবাসিক ডাইরেক্টর ডাক্তার অলি আহমেদের নেতৃত্বে সিনিয়র নার্স হাছিনা আকতার উক্তমহিলা থেকে নরমাল ডেলিভারির মাধ্যমে পরপর তিনটা ফুটফুটে বাচ্চা সন্তান ডেলিভারি করেন। বর্তমানে মা ও তিন সন্তান ভালে সুস্থ আছেন বলে জানা যায়।
জলদী আধুনিক হাসপাতালের আবাসিক ডাইরেক্টর ও কর্মরত ডাক্তার অলি আহমেদ বলেন, কোন ডেলিভারি রোগী চট্টগ্রাম শহরে যাওয়ার জন্য যে গাড়ি ভাড়া খরচ হয় ঔ পরিমাণ টাকা দিয়ে আমাদের জলদী আধুনিক হাসপাতালে নরমাল ডেলিভারি হয়। এর ধারাবাহিকতায় গতকাল ৫ মিনিটের ব্যবধানে ৩ টি পুত্র সন্তান একদম নরমালে ডেলিভারি করা হয়েছে। বর্তমানে তিন বাচ্চা ও বাচ্চার মা’য়ের অবস্থা খুবই ভালো আছে।