শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

বড়বিলে কর্মহীন দিন মজুরদের মাঝে চাউল বিতরণ

রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামে আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক অসহায় কর্মহীন,বিধবা,দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাউল বিতরণ করা হয়েছে।

বুধবার ১৭ জুলাই সকাল ১০টায় বড়বিলস্থ আল নজির ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এসব চাউল বিতরণ করা হয়।

আল নজির ফাউন্ডেশনের প্রতষ্ঠাতা পরিচালক আল্লামা ড. শাইখ হারুন আজিজি আন নদভীর নির্দেশনায়
আল নজির ফাউন্ডেশনের সহকারী পরিচালক মাওলানা হাফেজ আজিজুল হক মাক্কীর সভাপতিত্বে এমদাদীয়া আজিজুল উলুম মাদ্রাসার শিক্ষক ইস্কান্দরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল নজির ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল রাজ্জাক। তিনি বলেন আর্ত মানবতার সেবায় আল নজির ফাউন্ডেশন দীর্ঘ বছর যাবত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দিয়ে আসছে।

তিনি আরও বলেন এই ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে প্রত্যন্ত এলাকার মানুষের মাঝে বিশুদ্ধ পানিয় জলের ব্যবস্থার জন্য গভীর নলকূপ স্থাপন, বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ, মেধাবী ছাত্র ছাত্রীদের আর্থিক সহায়তায়, বিবাহের অসমর্থদের আর্থিক অনুদান, গরীব দুস্থদের চিকিৎসা সহায়তা, রাস্তাঘাট নির্মাণ, শীত বস্তু বিতরণ, ইদের উপহার হিসেবে শ্রমজীবী মানুষের মাঝে বস্ত্র বিতরণ মজদিদ ভিত্তিক ইফতার সামগ্রী সহ নানা ধরনের জনকল্যান কাজ করে যাচ্ছি। তিনি ফাউন্ডেশনের প্রতষ্ঠাতা পরিচালক আল্লামা ড. শাইখ হারুন আজিজি আন নদভীর জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

এসয় আরও উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা গোলাম কাদের, হাফেজ মাওলানা আবদুল্লাহ, আবু তালেব, মাওলানা আবদুর রহিম স্থানীয় সাংবাদিক বৃন্দ এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

20Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়