শুক্রবার- ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

বড়দিন উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করেন আলীকদম সেনা জোন

খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করেন আলীকদম সেনা জোন।

২২’ই ডিসেম্বর, ২৪ইং (রবিবার) সকাল ১০ ঘটিকায় আলীকদম সেনা জোনের ক্যন্টিন সংলগ্ন হলরুমে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে ৫টি গির্জায় পঁচিশ হাজার টাকা (২৫,০০০.০০) শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এক অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি। এলাকার পাহাড়ি অঞ্চল যেন প্রাকৃতিক এক চিত্রকলা, যেখানে সবুজ পাহাড়, ঝর্ণার সুর আর পাখির খেলা অনন্য মায়াবী আবেশ সৃষ্টি করে।বান্দরবান তথা পাহাড়ি অঞ্চলের উপজাতি বাংলাদেশের একটি ঐতিহ্য। নানান সংস্কৃতি নিয়ে পরিপূর্ণ। তাদের জীবনযাত্রা যেন চোখ জুড়িয়ে আনে।পার্বত্য চট্টগ্রামের মধ্যে মুসলিম,হিন্দু, খ্রীস্টান ও বৌদ্ধ সকল সম্প্রদায়ের মানুষের বসবাস।সম্প্রীতির এক দৃষ্টান্ত সৃষ্টি করার মতো জনপদ এই পাহাড়ি অঞ্চল।

সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের বান্দরবান রিজিয়নের আলীকদম সেনা জোন প্রতিষ্ঠালগ্নের শুরু থেকে সকলের সাথে সম্প্রীতি বজার রেখে আসছে।আলীকদম সেনা জোন( ৩১বীর) কর্তৃক খ্রীস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।

আলীকদম সেনা জোন (৩১বীর) সবসময় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবসময় জনগণের পাশে থাকবে ইনশাআল্লাহ।

1Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়