বান্দরবানের লামা উপজেলার ফাইতং ব্রিকফিল্ডে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা।
এ সময় আইন অমান্য করে ব্রিকফিল্ডে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে সেভেন বিএমের মালিক কবির আহমেদকে ১ লক্ষ টাকা এবং কাগজপত্রবিহীন পিকআপ (ডেম্পার) চালানোর দায়ে তিন পিকআপ মালিককে ৬০ হাজার টাকাসহ মোট ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করা হয় ।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন , অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ১ লক্ষ টাকা এবং কাগজপত্রবিহীন তিন ডেম্পার গাড়িকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়াও অবৈধভাবে ব্রিকফিল্ড আর পরিচালনা না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং এ অভিযান চলমান থাকবে।