শনিবার- ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

ফাইতং ইউনিয়ন বিএনপি সমাবেশে জনতার ঢল

লামা উপজেলার ফাইতং ইউনিয়ন এর ফাইতং উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি কর্তৃক ঘোষিত  ৩১দফা বাস্তবায়ন  জনগণের দূর গোঁড়ায় পৌঁছে দিতে ফাইতং বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

৩১’ই জানুয়ারি, ২৫ইং (শুক্রবার) বিকাল ২ঘটিকার সময় এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

জনসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক  ইমাম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মান্যবর সদস্য ও সাবেক সাংসদ রাজপুত্র সাচিং প্রু জেরি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পার্বত্য জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক ওসমান গণি,সহ সভাপতি সা শৈ প্রু,সহ সভাপতি আলহাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি মুজিবুর রশিদ, সাবেক যুবদলের সভাপতি হারুনর রশীদ,  শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু তাহের,যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মশিউর রহমান, সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অমিত ভূষণ, যুগ্ম  আহ্বায়ক তৌহিদুল ইসলাম রিয়াদ, সাইফুল ইসলাম জুয়েল,যুগ্ম আহ্বায়ক মোহন,যুগ্ম আহ্বায়ক জিহাদ,লামা উপজেলা পরিষদের সাবেক মেয়র আমির হোসেন, উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং মার্মা,ফাইতং ইউনিয়ন যুবনেতা আবু ইউসুফ রায়হান, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলী হায়দার মানিক,ইউপি সদস্য মেহেরাজ উদ্দিন, যুবদলের সাধারণ সম্পাদক নবাব মিঞা,যুবনেতা লিটনসহ অসংখ্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ রাজপুত্র সাচিং প্রু জেরি বলেন বিএনপি জনগণের জন্য কাজ করবেন।ফাইতং এ জনসাধারণের জন্য যা যা প্রয়োজন আগামীতে করে দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন এ নেতা।আজকে ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভায় জনগণের যে চাহিদা তা পূরণ করা হবে, ফাইতং এর শিক্ষার্থীদের কলেজ ও আদিবাসীদের জন্য যথাযথ শিক্ষা গ্রহণে যে সহযোগিতা দরকার তা নিশ্চিত করা হবে বলেও জানান রাজপুত্র সাচিং প্রু জেরি।

প্রধান অতিথি ছাড়াও ইউনিয়ন, উপজেলা ও জেলার অসংখ্য নেতৃবৃন্দ জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

37Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়