পানছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন নির্বাচন কমিশন।
পানছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৮ জন। যার মাঝে রয়েছে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ২ জন।
চেয়ারম্যান পদে চন্দ্র দেব চাকমা প্রতীক কাপ – পিরিচ ও মিটন চাকমা পেয়েছেন আনারস।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে জয়নাদ দেব তালা, সৈকত চাকমা টিউবওয়েল, কিরণ ত্রিপুরা চশমা ও লোকমান হোসেন পেয়েছেন বৈদ্যুতিক বাল্ব। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুজাতা চাকমা কলস ও মনিতা ত্রিপুরা পেয়েছেন ফুটবল।
খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
19Shares