চট্টগ্রামের লোহাগাড়ায় চাঁদাবাজী করতে গিয়ে ৩ ভূয়া পুলিশকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনসাধারন।
১১জুন(মঙ্গলবার)রাত ৮টার দিকে পদুয়া বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, চট্রগ্রাম সিটি কর্পোরেশনের বহদ্দার হাট এলাকার বাসিন্দা মৃত আবাদুস সাত্তারের ছেলে মোজাম্মেল হক চৌধুরী(৪৮), একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে মহিউদ্দীন(৪৪) এবং চালক ইদ্রিসের ছেলে ইলিয়াস বাবুল(৫৬)
লোহাগাড়া থানার এস আই মোঃ পারভেজ ভূয়া পুলিশ আটকের বিষয়টির সত্যতা স্বীকার করেন।
স্হানীয়রা জানায়, আজ সন্ধ্যায় একটি প্রাইভেট কার নিয়ে দুজন লোক পদুয়া স্টেশনের দক্ষিনে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে কয়েকটি সিএনজি থামিয়ে কাগজ পত্র দেখাতে বলে পরে মামলার ভয় দেখিয়ে নগদ অর্থ হাতিয়ে নেয়।এরপর পদুয়া বাজারের দুটি ফলের দোকান থেকে ফলমূল নিয়ে গাড়ীতে রেখে চলে যাবার সময় দোকানিরা টাকা চাইলে তারা ক্ষিপ্ত হয়ে নিজেদের পুলিশ দাবি করে গাড়িতে লাগানো পুলিশ স্টিকার দেখিয়ে হুমকি দিয়ে চলে যাওয়ার চেস্টা করে।
এসময় ব্যবসায়ীদের সন্দেহ হলে স্হানীয় জনসাধারণ ও ব্যবসায়ীরা তাদের আটক করে। ওই সময় উত্তেজিত জনসাধারন তাদের গণধোলাইও দেন।
খবর পেয়ে ঘটনাস্হলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসে। পুলিশের নিকট তারা নিজেদের ভূয়া পুলিশ বলে স্বীকার করে। এসময় তাদের সাথে থাকা প্রাইভেট কারটি ও জব্দ করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি)রাশেদুল ইসলাম বলেন, ভূয়া পুলিশ পরিচয় দিয়ে জনগনের হাতে আটক ৩ জনকে থানা হেফাজতে আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।