কক্সবাজারের পীরে কামেল, রাহনুমায়ে শরীয়ত ও তরীক্বত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আবদুল হাই (রহঃ) এর ৭তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল ও ত্বরিকত সম্মেলন সামনে রেখে পুরোদমে চলছে প্রস্তুতি কাজ।
ইতিমধ্যেই হুজুরের বাড়ীর সামনেই শামিয়ানা তৈরিসহ সব রকম প্রস্তুতি চলছে। আগামী ২২ জানুয়ারি বুধবার শুরু হচ্ছে ইছালে ছওয়াব মাহফিল ও ত্বরিকত সম্মেলন।
এ মাহফিলে লক্ষাধিক মানুষের জন্য খাবার (তবরুক) ব্যবস্থা করা হয়। যার সম্পুর্ন ব্যয় ভার নেন স্থানীয় ও দুর-দুরান্ত থেকে আগত ভক্ত-অনুরক্ত এবং মাহফিল বাস্তবায়ন পরিষদ।
শাহ মাওলানা হাফেজ আবদুল হাই রাহঃ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় হুজুরের বাড়ির সামনে আগামী বুধবার বাদ আছর আনুষ্ঠানিক ভাবে শুরু হবে ইছালে ছওয়াব মাহফিল।
সোমবার সরেজমিন ঘুরে দেখা যায়, বিশাল ময়দানে বাঁশের খুঁটি দিয়ে শামিয়ানা, মহাসড়কে গেইট-তোরণ ও ময়দানের চারপাশে পানির চৌবাচ্চা এবং অস্থায়ী টয়লেট স্থাপন করা হয়েছে। ময়দানের উত্তর-পশ্চিম কোণে প্রস্তুত করা হচ্ছে মূল মঞ্চ।
হাফেজ আবদুল হাই ফাউন্ডেশনের সমন্বয়ক দিদারুল ইসলাম জানান, নির্দেশনা অনুযায়ী আগামী ২২ জানুয়ারি থেকে ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। সে মোতাবেক পুরো ময়দান, বসার-থাকার ও খাবারের স্থান প্রস্তুত করা হচ্ছে।
প্রতি বছরের মতো এবছরও ময়দানের উত্তর-পশ্চিম কোণে মেহমানদের বসার জায়গা ও বয়ান মঞ্চের জন্য বিশেষ ভাবে আয়োজন করা হচ্ছে। রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থাও। এ কাজে অংশ নিয়েছে স্থানীয়, দূর দূরান্ত থেকে আগত শতাধিক স্বেচ্ছাসেবক। আগামী কদিনের মধ্যে ময়দান প্রস্তুতের কাজ পুরোপুরি সম্পন্ন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
হাফেজ আবদুল হাই রাহঃ স্মৃতি সংসদের সদস্যরা জানান, আমরা স্বেচ্ছায় মাহফিলের কাজ করতে এসেছি। ময়দান প্রস্তুত শেষে মাহফিলে অংশগ্রহণ করব। পাশাপাশি শৃঙ্খলার দায়িত্ব পালন করবো।
দরবারে আলিয়া খুটাখালীর সাজ্জাদানশীন শাহ মাওলানা নুরুল হোসাইন বলেন, প্রস্তুতি কাজ এগিয়ে চলছে। পীর ছাহেব হুজুরের ওফাতের পর থেকে
বিগত সময়ে আল্লাহকে রাজি খুশি করতে ইছালে ছাওয়াব মাহফিলের আয়োজন করে যাচ্ছি। ইনশাল্লাহ ২৪ জানুয়ারি বাদে ফজর আখেরি মুনাজাত করা হবে।
সবরকম নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়ে চকরিয়া থানার ওসি মোঃ মনজুর কাদের ভুইয়া
বলেন, মাহফিলের প্রস্তুতি কাজ এগিয়ে চলছে। সে অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষনিক তৎপর থাকবে।
মাহফিল ও ত্বরিকত সম্মেলনে ভক্ত অনুরক্ত ও ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন শাহ আবদুল হাই রাহঃ ফাউন্ডেশন চেয়ারম্যান আলহাজ্ব শাহ মাওলানা এসএম আনোয়ার হোসাইন।