রবিবার- ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

পার্বত্য চট্টগ্রাম সমস্যা পাহাড়ি জনগণকে বিভাজন করার চেষ্টা করছে : কে এস মং

ব্রিটিশ আমলের মতো পার্বত্য চট্টগ্রামে সমস্যাকে ‘শাসন করো, ভাগ করো’ এই নীতিতে পাহাড়ি জনগণকে বিভাজন করার চেষ্টা করছে। যার কারণে পাহাড়ের মগ বাহিনী সৃষ্টি, কুকি-চিন সৃষ্টি, ইউপিডিএফ (গণতান্ত্রিক) সৃষ্টি আরো কত বাহিনী সৃষ্টি করছে।

তাদের সাথে মিলেমিশে প্রশাসনের কর্তারাও চাঁদাবাজি করছে। তাই নিজ উদ্যেগে নিয়ন্ত্রণ করে বন্ধ না করলে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ঐতিহ্যবাহী রাজার মাঠ প্রাঙ্গনে ২৭তম শান্তি চুক্তির বর্ষপূর্তি গণসমাবেশে এই হুঁশিয়ারি দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং মারমা।

তিনি বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার ১৬ বছর ক্ষমতায় থাকাকালীন সময়েও শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হয়নি। দীর্ঘ বছর ধরে বান্দরবানে জনসংহতি সমিতির নেতাকর্মীরা মিছিল-মিটিং এমনকি শান্তি চুক্তি দিবস উদযাপন করতে না দেয়ার পাশাপাশি নেতাদের বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করে আসছে। পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে শান্তি-স্থিতিশীলতা বিঘিœত হচ্ছে।

ভূমি কমিশন কার্যকর না হওয়ায় ভূমি জটিলতা দিন দিন বাড়ছে। পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না করলে পাহাড়ে শান্তি ফিরে আসবে না। তাই এই অন্তর্তবর্তীনকালী সরকারে আমলে শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার জোড় দাবী জানান তিনি।

আলোচনা শেষে রাজার মাঠ থেকে বের করা হয় সমাবেশ র‌্যালী। শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ। এসময় অংশ নেন কয়েক হাজার পাহাড়ি জনতা। আলোচনা সভায় গণসমাবেশ ও আলোচনা সভায় সুমন মারমা সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধুরাম ত্রিপুরা, মেঞোচিং মার্মা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সেলিম রেজা নিউটন ও হিল উইমেন্স ফেডারেশনে বান্দরবান জেলার সভাপতি উলিসিং মার্মা প্রমুখ।

একই দিনে ক্ষদ্র্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে সরকারের পক্ষে যৌথ উদ্যোগে পায়রা উড়িয়ে চুক্তির বর্ষপূর্তি পালন করে পার্বত্য বান্দরবান জেলা পরিষদ ও সেনা রিজিয়ন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৬৯ পদাতিক ডিভিশনের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মেহেদী হাসান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ। এছাড়াও পৌর এলাকায় রয়েল হোটেল কনফারেন্স হল কক্ষে ২৭তম শান্তি চুক্তির উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ গণতান্ত্রিক)। এসময় জেলা সভাপতি উবামং মারমা সভপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ গণতান্ত্রিক) কেন্দ্রীয় উপদেষ্টা আপ্রæমং মারমা। অনুষ্ঠান শেষে ১৫০ জন গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়