দরিদ্র ও অসহায় এমন ২৫০ পরিবারকে শীত বস্ত্র বিতরণ ও বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের কে শিক্ষা সামগ্রী সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১২টার দিকে পানছড়ি ৩ বিজিবি অধীনস্থ লোগাং বিওপির দায়িত্বপূর্ণ ভারতবর্ষ কারবারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৫০উপজাতি পরিবার ও কচুছড়িমুখ, বৌদ্ধমনিপাড়া এবং ট্রিগহাইট বিওপি’র বিওপি কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকার ১০০ টি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এবং বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের কে শিক্ষা সামগ্রী সহায়তা প্রদান করা হয়।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক এবং লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি, এএসসি উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন।
বিতরণ শেষে বিজিবি অধিনায়ক বলেন জনকল্যাণ মূলক কর্মসূচির অংশ হিসেবে আমাদের এই সহযোগিতা আমরা সীমান্ত রক্ষার পাশাপাশি বাংলাদেশের আপামর জনতার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি এবং এর ধারাবাহিকতা সবসময় অব্যাহত থাকবে।
এই সময় দরিদ্র ও অসহায় মানুষগুলো কম্বল পেয়ে বিজিবির জন্য দোয়া করেন। তারা বলেন বিজিবি আমাদেরকে বিভিন্ন সময় চিকিৎসা সহায়তা সহ বিভিন্ন সহায়তা করেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ।