খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকল সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে এই সম্প্রীতি সম্মেলনের আয়োজন করেন পানছড়ি সাব জোন।
(৫ অক্টোবর) রোজ শনিবার সকাল সাড়ে ১১টায় সাব জোনে অনুষ্ঠিত সম্মেলনে দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন পানছড়ি উপজেলার সাব জোন কমান্ডার মেজর জায়েদ-উর-রহমান অয়ন।
এ সময় তিনি দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে পানছড়ি ফায়ার সার্ভিস স্টেশন ভাংচুরের তীব্র নিন্দা জানান। যে কোন ইস্যুতে রাস্তা বন্ধ করে সাধারণ জনগনকে ভোগান্তি থেকে বিরত থাকার পরামর্শসহ আইন নিজের হাতে তুলে না নেয়া ও গুজবে কান না দিয়ে সত্যতা যাচাই করে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ প্রদান করেন।
পানছড়ি সাব জোনের ক্যাপ্টেন ফয়সাল আহাম্মেদ, পানছড়ি থানার ওসি মো: জসীম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মো: বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ আলী,পানছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মো: জাকির হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ নুরুজ্জামান উপজেলা পরিষদের চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, আনন্দজয় চাকমা,জয়কুমার চাকমা, ভূমিধর রোয়াজা এবং সকল সম্প্রদায়ের গন্যমান্য ব্যক্তিরা সম্প্রীতি সম্মেলনে উপস্থিত ছিলেন।