শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

পানছড়িতে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন

বাংলাদেশের স্বনামধন্য রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামীর কাজের গতি ও জনসম্পৃক্ততা বাড়াতে আনুষ্ঠানিকভাবে পানছড়ি উপজেলায় জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন করা হয়।

শুক্রবার (৬সেপ্টেম্বর)বিকাল ৫ ঘটিকার সময় উপজেলার প্রানকেন্দ্র পানছড়ি বাজারে অস্থায়ী উপজেলায় জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন করা হয়।

উদ্ভোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন এইচ আর ডি সম্পাদক মোঃ আবুল কাশেম, এবং স্বাগত বক্তব্য রাখেন পানছড়ি জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মাওলানা মো নুরুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা মো আবুল কালাম আজাদ

উক্ত অনুষ্ঠানে পানছড়ি উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় জামায়াতের ইসলামীর সভাপতি জাকির হোসাইন নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, কোন প্রকার সংঘাত বা সহিংসতায় জড়ানো যাবে না আমরা দেশের শান্তি চাই তাই দেশকে পূর্ণ গঠনের লক্ষ্যে যার যার অবস্থান থেকে প্রশাসন এবং সরকারকে সহযোগিতা করবেন তাছাড়া সমাজে কেউ যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে দিকে খেয়াল রাখবেন।

13Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়