অসহায় ও দরিদ্র প্রায় ১৫০ টি পরিবারকে শীত বস্ত্র বিতরণ করল খাগড়াছড়ি জোন ।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টার দিকে পানছড়ি সাব জোনে বিভিন্ন সম্প্রদায়ের ১০০ জন উপজাতি এবং ৫০ জন বাঙালি অসহায় দরিদ্র ব্যক্তিদের মাঝে এই শীতবস্ত্র( কম্বল) বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি জোন কমান্ডার এর পক্ষে শীত বস্ত্র বিতরণ করেন পানছড়ি সাব জোন কমান্ডার মেজর মোঃ জায়েদ-উর-রহমান অয়ন। শীত বস্ত্র বিতরণ শেষে জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় কালে তিনি বলেন অসহায় এবং দরিদ্র ব্যক্তিরা এই শীতে একটু উষ্ণ থাকার সামান্য প্রয়াস করেছি আমরা। মানুষের মৌলিক অধিকার ও পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এই ধারাবাহিক কার্যক্রম তা সবসময় অব্যাহত থাকবে।
শীত বস্ত্র পেয়ে সকলের মুখে অনেক হাসি এবং তারা মন খুলে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য দোয়া করেন