চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নিখোঁজের তিনদিন পর রবিবার রাত মোঃ হাসান উদ্দীন(৩৫) এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে থানা পুলিশ।
১৫সেপ্টেম্বর(রবিবার)রাত ১১টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের মিরিখীল রেললাইনের পাশের ব্রীজের নীচে ডোবা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ব্যক্তি মোঃ হাসান উদ্দীন (৩৫) একই উপজেলার চুনতি ইউনিয়নের ১নং ওয়ার্ড মিরিখীল এলাকার বাসিন্দা মোঃ ইসহাক সওদাগরের ছেলে ও চুনতি ডেপুটি বাজারের পান ব্যবসায়ী। গত বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছিলেন তিনি।
লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সত্যজিত লাশ উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মোঃ হাসান গত ১২ সেপ্টেম্বর চুনতি বাজার থেকে রাতে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন।
রবিবার রাতে চুনতি মিরিখীল রেললাইনের পাশে ব্রিজের নীচ থেকে দূর্গন্ধ আসলে সেখানে এলাকাবাসী একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাত পৌনে ১১টার দিকে ডোবা থেকে একটি ভাসমান অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, ২-৩ দিন আগে তার মৃত্যু হয়েছে। নিহতের বাবা ইসহাক সওদাগর লাশটি শনাক্ত করেন। এর আগে হাসানকে কোথাও না পেয়ে শুক্রবার লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন নিহতের ভাই নুরুল আবছার।নিহতের পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যা।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।ঘটনায় জড়িত সন্দেহে মোঃ জোবাইর(২১) ও বাবু দে নামক দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা খুনের সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।