শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

নানা আযোজনে নাইক্ষ্যংছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

“স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত র‍্যালি টি নাইক্ষ্যংছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মডেল সর: প্রাথমিক বিদ্যালয়ে ফিরে শেষ হয়।
পরে দুইটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৭টি ধাপে হাত ধোয়ার প্রশিক্ষণ দেওয়া হয়।

উক্ত বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে দুপুর ১ টায় নাইক্ষ্যংছড়ির উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুমে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ ইং উদযাপন উপলক্ষে র‌্যালি পূর্বক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নাইক্ষ্যংছড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওসমান গনি সভাপতিত্বে অনুষ্ঠিত, উক্ত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে নাইক্ষ্যংছড়ির উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ আজিজ,

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)’র নাইক্ষ্যংছড়ির উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম,নাইক্ষ্যংছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল মিয়া, নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী শিক্ষা অফিসার আকতার উদ্দিন, উপজেলা কৃষি অফিসার এনামুল হক সহ নাইক্ষ্যংছড়ি উপজেলার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক ও প্রায় তিন শতাধিক ছাত্র – ছাত্রী উপস্থিত ছিলেন।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়