রবিবার- ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষনার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান

নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষনার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান

নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবি জোনের মহতি উদ্যোগে বেকার শিক্ষার্থীদেরকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ সনদ বিতরণ ও গরীব,অসহায় দুস্থদের মাঝে আর্থিক অনুদান হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি ব্যাটালিয়ন সদরে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ ও অনুদান তুলে দেন কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম

এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন ১১ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লেঃ কর্ণেল মো: সাহল আহমেদ নোবেল এসি,অপস অফিসার মেজর রাফি-উস-হাসান,ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সুবেদার মেজর,সহ বিজিবি সদস্যও প্রশিক্ষনার্থীসহ পাহাড়ি বাঙালি ব্যাক্তিবর্গ,ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিনিধিগন,সাংবাদিক বৃন্দ,শিক্ষক, শিক্ষার্থী গন উপস্থিত ছিলেন।

বিজিবির ট্রিনিং শেডে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে নাইক্ষ্যংছড়ি জোনের ব্যবস্থাপনায় নাইক্ষ্যংছড়ি জোনের আওতাধীন এলাকায় বসবাসরত ৪০ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি টাকা হস্তান্তর, ৪৫ জন মেধাবী শিক্ষার্থীদের স্কুল ব্যাগ প্রদান, গরীব,অসহায় ও দুস্থ পাহাড়ি-বাঙালি জনসাধারণের মাঝে এ অনুদান প্রদান করা হয়।

পাশাপাশি জোনের উদ্যোগে পরিচালিত বিনামূল্যে অত্র এলাকার গরীব ও বেকার ৩ য় ব্যাচের ১০ জন শিক্ষার্থীর অংশ গ্রহণে ৩ মাস ব্যাপী সমাপ্তকৃত কম্পিউটার প্রশিক্ষণ এর শিক্ষার্থীদের নিকট সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া চতুর্থ তম ব্যাচের ১০ জন প্রশিণাক্ষার্থীর সমন্বয়ে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৪ এর উদ্বোধন করা হয়। যা পর্যায়ক্রমে চলমান থাকবে।

প্রধান অতিথি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন বিজিবি জোয়ানরা সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্য এলাকার সাধারণ জনগণের শান্তি, সম্প্রীতি, শিক্ষার মান উন্নয়ন,খেলাধুলা এবং জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি জোন শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।তিনি আরো বলেন , শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্তে নাইক্ষ্যংছড়ি জোন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

 

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়