বৃহস্পতিবার- ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com

নাইক্ষ্যংছড়িতে রেড় ক্রিসেন্ট সোসাইটির প্রকল্প অবহিতকরণ কর্মশালা সম্পন্ন

নাইক্ষ্যংছড়িতে রেড় ক্রিসেন্ট সোসাইটির প্রকল্প অবহিতকরণ কর্মশালা সম্পন্ন

নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে প্রকল্প অবহিতকরণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

বুধবার (২০ মার্চ) সকাল ১০ টায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন কমিটির সকল সদস্য। উপজেলার ঘুমধুম ইউনিয়নে দুর্যোগকালে রেড়ক্রিসেন্টের কার্যক্রম বাস্তবায়ন নিয়ে কমিটি প্রথম ও পরিচিতি মূলক এ সভায় বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়।

কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া।
প্রধান অতিথি হিসেবে ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ।

বক্তারা বলেন, বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন একটি বন্যা কবলিত এলাকা। প্রতি বছর বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত এলাকাতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বক্ষণ সব ধরনের সহযোগিতা করে থাকে। দুর্যোগ মোকাবেলায় রেড ক্রিসেন্ট সোসাইটি ক্ষতিগ্রস্থ লোকদের পাশে থাকা সহ সবধরনের সহযোগিতা করে থাকে।

বক্তারা আরো বলেন, এই প্রকল্পের মাধ্যমে দুর্যোগ ঝুঁকিহ্রাস হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাস্তবায়নে ও সুইডিশ রেডক্রসের সহযোগিতায় ৩ বছরব্যাপী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে এই প্রকল্প বাস্তবায়িত হবে বলে জানান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ রেড ক্রিসেন্টের সহকারী পরিচালক জাহাঙ্গির আলম,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মংহ্লা ওয়াই মার্মা,মহিলা ভাইস-চেয়ারম্যার শামিমা আক্তার গুন্নু,আইএফআরসির ডিআরআরের ম্যানেজার ওসমান গণি,
ডিআরআর অফিসার নোবেল চাকম্,রেড ক্রিসেন্টের বান্দরবান ইউনিট অফিসার নাসরিন আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ,

কৃষি অফিসার কৃষিবিদ এনামুল হক, শিক্ষা অফিসার ত্রিরতণ চাকমা,উপজেলা সমবায় অফিসার ক্যবুহ্রী মার্মা,উপজেলা এলজিইডি প্রকৌশলী নজরুল ইসলাম ,মৎস্য অফিসা মাকসুদ আহমদ,, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাব আহবায়ক আবদুল হামিদ,সদস্য সচিব জাহাঙ্গির আলম কাজল,সদস্য আবদুর রশিদ ও ,যুব রেড়ক্রিসেন্টের মুমিনুল আলম মুমুসহ উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ কর্মশালায় বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও যুব রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ অংশ নেন।

1Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়