শুক্রবার- ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

নাইক্ষ্যংছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালনের লক্ষে প্রস্তুতিমুলক সভা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্র যুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা যথাযথভাবে উদযাপনের লক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

(৬ জানুয়ারি সোমবার) উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব হলরুমে সকাল ১১টায় এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ জেড এম সেলিম,মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আবু তালেব, মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস, সমবায় কর্মকর্তা ক্যবুহ্লী মার্মাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী
বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নের অভিযাত্রাকে আরও গতিশীল করতে বিজ্ঞান ও প্রযুক্তির যথাযথ এবং টেকসই প্রয়োগ প্রয়োজন। দেশের উন্নয়নকে আরও বেগবান করতে বিজ্ঞান মনস্ক জাতির প্রয়োজন। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে আমাদের অর্জন প্রত্যাশিত পর্যায়ের উন্নীত করতে শিক্ষার্থীদের মাঝে প্রয়োজন বিজ্ঞান চর্চা। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা এ চর্চাকে ত্বরন্বিত করবে। উপজেলা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণ করার জন্য অনুরোধ করেন।

1Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়