শনিবার- ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্র দলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির আন্দোলন-সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (o১ জানুয়ারি) বিকাল ৩টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ছাত্র দলের যুগ্ম আহবায়ক আরিফুল যুগ্ন আহবায়ক আলম,শাহাদাত হোসেন, যুগ্ম আহবায়ক শাহজালাল ও সদস্য সচিব মামুনুর রশীদের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী
পুরাতন বাসস্ট্যান্ড,রেস্টহাউস, বাজার ,মার্মা পাড়া প্রদক্ষিণ করে নাইক্ষ্যংছড়ি উপজেলার শহীদ মিনার এসে শেষ হয়।সেখানে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বিশাল কেক কেটে অনুষ্ঠান সমাপ্তি করেন এসময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি সিনিয়র সহ-সভাপতি উফোছা মার্মা, নাইক্ষ্যংছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক নুরুল কাসেম, বান্দারবান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর উপজেলা শ্রমিক দলের আহবায়ক ইয়াহিয়া খান মামুন, বিএনপি নেতা ফয়েজ মেম্বারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে অসংখ্য ছাত্র দলের সদস্য গন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি- এ তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল গঠন করেন। আশির দশকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল। নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সামনের সারিতে দেখা গেছে সংগঠনটিকে।

4Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়