“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যে সামনে নিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ব্যাপক উৎসাহ ও আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহ ব্যাপি পালন করা হবে এই মৎস্য সপ্তাহ।
বুধবার (৩১ জুলাই) সকালে উপজেলা চত্বর থেকে র্যালি শেষে করে অফিসার্স ক্লাব হলরুমে আলোচনা সভা শেষে উপজেলা পুকুরে মাছ অবমুক্ত করা হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি মৎস কর্মকর্তা চয়ন বিশ্বাস প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন প্যানেল চেয়ারম্যান সানজিদা আক্তার রুনা কৃষি কর্মকর্তা এনামুল হক সহ সাংবাদিক ও মৎস খামারী বৃন্দ।