রবিবার- ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com

নাইক্ষংছড়িতে আল নজির ফাউন্ডশনের উদ্যোগে ইফতার মাহফিল

নাইক্ষংছড়িতে আল নজির ফাউন্ডশনের উদ্যোগে ইফতার মাহফিল

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আল নজির ফাউন্ডশনের নিজস্ব উদ্যোগে রোজাদারদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার ২৩ শে মার্চ বিকেলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আল নজির ফাউন্ডশনের সহকারী পরিচালক মাওলা আজিজুল হক মক্কী, সদস্য মাওলানা আমিনুল হক, নুরানী একাডেমীর শিক্ষক ইস্কান্দর, আবু তালেব প্রমুখ।

শিক্ষক ইস্কান্দর এর পরিচালনায় বাইশারী বাজার সমিতির সভাপতি জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্টিত ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে মাওলানা আজিজুল হক মক্কী বলেন, রামু উপজেলার গর্জনিয়া বড়বিলে অবস্থিত আল নজির ফাউন্ডেশন আর্ত মানবতার সেবায় দীর্ঘ কাল যাবত অসহায়দের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত ৩০ টির মতন মসজিদ মাদ্রাসায় ইফতারের আয়োজন করা হয়েছে। হাজারের অধিক লোকজনের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।

তিনি উপস্থিত সকলের নিকট উক্ত ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা পরিচালক ডঃ, শাইখ আল্লামা হারুন আজিজির জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন। যাতে আগামীতে ও এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে।

পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলা মুফতি রিদওয়ানুল হক।

1Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়