বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পাঠকনন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান পালিত হয়েছে।
সোমবার (১০ জুন) বিকাল ৫ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদের আয়োজনে প্রেসক্লাবের হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক ও জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি আবদুল হামিদ ।
দৈনিক ইত্তেফাক পত্রিকা ও দৈনিক বাঁকখালী পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আবদুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বান্দরবান জেলা পরিষদের সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্যনে ওয়ান চাক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাইনুদ্দীন খালেদ, উপজেলা পরিষদের নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক সানজিদা আক্তার রুনা,
সাবেক প্রেসক্লাবের সাবেক সভাপতি ইফসান খান ইমন,সদস্য সচিব দৈনিক যুগান্তর পত্রিকা প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর আলম কাজল, দৈনিক সংবাদ পত্রিকা প্রতিনিধি সাংবাদিক মোঃ ইউনুস, সাংবাদিক তৈয়ব উল্লাহ প্রমূখ।
অনুষ্ঠানের বক্তারা বলেন, পাঠকনন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকা দীর্ঘদিন ধরে দেশের মানুষের সমস্যা ও উন্নয়নের কথা সমানভাবে তুলে ধরছে। বস্ত নিষ্ঠা সত্য সংবাদ তুলে ধরা সাংবাদিক নিজ দায়িত্ববান মনে করি। একটি স্বাধীনতা রাষ্ট্রের চর্তুথ স্তম্ভ হচছে সাংবাদিক।।সাংবাদিক পেশা মানে মহান পেশা। সমাজের আয়নার দর্পণ। এ ধারা অব্যাহত রাখতে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন সকল বক্তারা।