একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিয়েছেন ইয়াসমিন আক্তার মুন্নি (৩৫) নামে এক নারী। ইয়াসমিন আক্তার মুন্নি (৩২) পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিম বাজারপাড়া গ্রামের ইমরানের স্ত্রী বলে জানা গেছে। একসাথে ২ছেলে ও ১মেয়ে বাচ্চা প্রসব করেন তিনি।
চকরিয়া উপজেলার শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনালস্থ চকরিয়া সিটি হাসপাতালে বুধবার (৮ জানুয়ারী) রাতে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও খুশিতে ভাসছে পরিবার। ভূমিষ্ঠ হওয়া ওই তিন নবজাতক ও তাদের মা পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চকরিয়া সিটি হাসপাতালের চিকিৎসক ডা. নাফিজা নাওয়ার জানান, পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিম বাজারপাড়া গ্রামের ইয়াসমিন আক্তার মুন্নি নামের এক নারী প্রসবব্যথা নিয়ে চকরিয়া সিটি হাসপাতালে ভর্তি হন। পরে নরমাল ডেলিভারির মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়। সন্তান তিনটির মধ্যে দুটি ছেলে ও একটি কন্যা।
পরিবারের লোকজন এক ছেলে এবং দুই কন্যা সন্তান এক সাথে পেয়ে দারুণ খুশি এবং মহান আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করে নবজাতকদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
চকরিয়া সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হেফাজতুর রহমান জানান, একসঙ্গে তিন বাচ্চা প্রসব হওয়ার ঘটনা তাদের হাসপাতালে এটিই প্রথম। মা ও যমজ তিন বাচ্চা ভালো আছে।।