শুক্রবার- ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সিরাজ উদ্দিন আহমেদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।

গতকাল ২২ ডিসেম্বর (রবিবার) সকাল ১০ টার দিকে ফাঁসিয়াখালী অলিশাহ বাজার স্টেশনে এ মানববন্ধন করা হয়। আয়োজিত এ মানববন্ধনে স্কুলের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম বলেন, গত ২০ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে ফাঁসিয়াখালীর নয়াপাড়া এলাকায় আমাদের স্কুলের সিনিয়র শিক্ষক সিরাজ উদ্দিন আহমেদের উপর অতর্কিত হামলা চালায়। যা খুব বেশি দুঃখজনক। আমরা এঘটনায় খুব বেশি মর্মাহত এবং ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সিনিয়র শিক্ষক সিরাজ উদ্দিন আহমেদের উপর হামলায় জড়িতদের তদন্তপূর্বক শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হোক। অন্যথায়, আমরা আরো বড় পদক্ষেপ নিতে বাধ্য হবো। এছাড়াও মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, তাদের শিক্ষকের উপর হামলাকারীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে।

২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনা না হলে সড়ক অবরোধসহ নানান কর্মসূচি পালন করতে আমরা বাধ্য হবো। এদিকে, এ মানববন্ধনে উপস্থিত স্থানীয় এলাকাবাসীসহ গণ্যমান্য ব্যক্তিরাও শিক্ষক সিরাজ উদ্দিন আহমেদের উপর হামলার নিন্দা জানিয়ে দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়