বৃহস্পতিবার- ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

থানচিতে ছাত্রলীগের দ্বারা বাংলাদেশ ট্যু ডের সুজনের ওপর হামলা

বান্দরবানের থানচিতে উপজেলা প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে (এলপিএস) প্রকল্প খাতে কর্মরত কর্মচারী, থানচি উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ও তার সাঙ্গপাঙ্গরা রাতের আধারে সন্ত্রাসী কায়দায় সাংবাদিকের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটিয়েছে।

জানা যায়, উপজেলা প্রকৌশলী অধিদপ্তর কার্যালয়ে (এলপিএস) প্রকল্প খাতে কর্মরত কর্মচারী শিমুল কর্মকার, থানচি উপজেলা ছাত্র লীগের সহ সভাপতি ও তার সাঙ্গপাঙ্গরা সন্ত্রাসী কায়দায় দৈনিক বাংলাদেশ টু ডে’র উপজেলা প্রতিনিধি সুজন ভট্টাচার্য (৩৮) নামে এক সাংবাদিককে উপর রাতের আধারে অতর্কিত হামলা চালিয়েছে। অতর্কিত হামলার স্বীকার ঐ সাংবাদিককে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা যায়।

হামলার শিকার দৈনিক বাংলাদেশ টু ডে’র উপজেলা প্রতিনিধি সুজন ভট্টাচার্য বলেন, উপজেলা প্রকৌশলী অধিদপ্তর কার্যালয়ে প্রকল্প খাতে কর্মরত কর্মচারী শিমুল কর্মকার (২৭) থানচি উপজেলা ছাত্র লীগ এর সহ সভাপতি, এই এলাকার মৃত বিমল কর্মকার (বিমল কারিগর) এর ছেলে ও তার সাঙ্গপাঙ্গরা গত শনি বার (০৮/০৬/২৪ ইং) রাতের আধারে আমার উপর চড়াও হয়ে সন্ত্রাসী কায়দায় অতর্কিত হামলা চালায়, তাদের হাতে থাকা লাঠি দ্বারা আমাকে প্রচুর মারধর করে পালিয়ে যায়। কেন এবং কি কারনে তারা আমাকে হামলা চালালো আমি জানি না। এই ঘটনায় আমি খুবই আতঙ্কে আছি, ভবিষ্যতে আমার জীবনের কোন নিরাপত্তা নেই। তাই আমি হামলাকারীদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়েছি। আমি থানায় অভিযোগ করেছি, শাররিক ভাবে অসুস্থ থাকায় একটু দেরি হয়েছে।

এবিষয়ে থানচি উপজেলা ছাত্রলীগ সভাপতি ডেনিশ ত্রিপুরার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এ বিষয় টি আগে জানতাম না, আমার কাছে সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি কাউসার সোহাগ দাদা, বিষয়টি জানতে চান, আমি যতটুকু জানতে পেরেছি সাংবাদিক সুজন ভট্টাচার্য্য কে মারধর করা হয়েছে এটা সত্য।তবে কি বিষয় নিয়ে ঘটনা ঘটেছে সেটা জানিনা।
আমি এবিষয়টি নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বর্তমান উপজেলা চেয়ারম্যান এর সাথে কথা বলেছি, আমরা বিষয়টি মিমাংসা করার চেষ্টা করছি, তবে সুজন ভট্টাচার্য্য অসুস্থ থাকায় এই মুহুর্তে বসতে পারছিনা।

এবিষয়ে থানচি উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি শিমুল কর্মকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, সাংবাদিক সুজন একটি বিষয় নিয়ে ঝামেলা করছে, কি বিষয় জানতে চাইলে তিনি বলেন, এটা আমাদের অফিসিয়াল বিষয়, অফিসিয়াল কি বিষয় জানতে চাইলে বলেন, আমাকে ও আমার বস কে নিয়ে ঝামেলা করছে। আপনার বস মানে বুঝলাম না একটু ক্লিয়ার করবেন? আমার বস অর্থ এলজিইডি কর্মকর্তা এমদাদুল হক।
আপনার বস ও আপনাকে নিয়ে কি ঝামেলা করছে?
আমার নামে আমার বসের কাছে বার বার অভিযোগ করেছে। কি অভিযোগ এবং আপনার বসকে নিয়ে কি ঝামেলা করেছে? বিষয়টি উত্তর না দিয়ে তিনি এড়িয়ে যান।

আপনি তো ছাত্রলীগ নেতা, আপনি কিভাবে এলজিইডিতে চাকরি করছেন? এটা একটি প্রকল্পের, আমি (এল পি এস) এর সভাপতি। সূজন ভট্টাচার্যের অভিযোগ আপনি তাকে রাতের আধারে সাঙ্গপাঙ্গ নিয়ে মারধর করেছেন।

এবিষয়ে আপনার বক্তব্য কি? সুজন ভট্টাচার্য্য ফেসবুকে একটি স্টেটাস দেয়, আমি সেটা ডিলেট করতে বলি কিন্তু সে করতে পারবে না বলে জানায় এবং আমার উপর হামলা করে আমিও হামলা করেছি।
আপনার সাঙ্গপাঙ্গরা কি করেছে? আমি একাই হামলা করেছি।

এবিষয়ে থানচি উপজেলা এলজিইডি কর্মকর্তা এমদাদুল হক এর কাছে মুঠো ফোনে জানার জন্য কল করলে তিনি বলেন, আমি ইউএনও স্যারের সাথে আছি।
আপনাকে দশ মিনিট পর ফোন দিচ্ছি কিন্তু তিনি ফোন দেননি এবং পরবর্তিতে বার বার মুঠো ফোন কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

এবিষয়ে জানার জন্য থানচি থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্সকর্তার মুঠো ফোনে কয়েক বার কল দেয়া হলেও, কল রিসিভ হয়নি।

এবিষয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আহত সাংবাদিক সুজন ভট্টাচার্য্য অভিযোগ নিয়ে এসেছিলো, তাকে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে, অভিযোগ প্রমানিত হলে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, উপজেলা ছাত্র লীগের সহ সভাপতি পদে থেকে শিমুল কর্মকার সরকারি প্রকল্পে কিভাবে নিযুক্ত হলো এই বিষয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে।

1Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়