বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বইছে অতি তীব্র তাপপ্রবাহ। তাপদাহ ও অনাবৃষ্টি থেকে রক্ষায় আল্লাহর রহমত লাভের জন্য ইসতিসকার নামাজ আদায় ও বিশেষ মোনাজাত করেছেন বাইশারীর ধর্মপ্রাণ মানুষ।
২৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায়
বাইশারী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ ময়দানে বাইশারী সর্বসাধারণের আয়োজনে এই বিশেষ নামাজ আদায় করা হয়।
নামাজে ইমামতি করেন বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নাছির উদ্দীন এই বিশেষ নামাজে বিভিন্ন শ্রেণী-পেশার মুসল্লি অংশগ্রহণ করেন।
নামাজে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, কিছুদিন ধরেই নাইক্ষ্যংছড়ি উপজেলায় তীব্র তাপদাহ চলছে। বৃষ্টি না হওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড তাপদাহ, অনাবৃষ্টির কারণে গাছ থেকে আম ঝরে যাচ্ছে। সেচ দিয়েও কোনো কাজ হচ্ছে না। তাই বৃষ্টির জন্য আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করা হয়েছে।
বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা ইলিয়াস সওদাগর বলেন, গরমের তীব্রতা চরমে পৌঁছেছে। জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এরকম পরিস্থিতিতে রাসূলুল্লাহ (সা.) লোকদের নিয়ে ইসতিসকার (বৃষ্টিপ্রার্থনা) সালাত আদায় করতেন। বর্তমান অনাবৃষ্টির সময়ে প্রিয়নবী (সা.)-এর অপ্রচলিত সুন্নাহটি পুনরুজ্জীবিত করা সময়ের দাবি।
তিনি আরও বলেন, আল্লাহই একমাত্র বৃষ্টি দেওয়ার মালিক। তার কাছেই আমরা বৃষ্টি চেয়ে নতজানু হয়েছি। বিশেষ মোনাজাতে প্রার্থনা করেছি।
উল্লেখ্য, তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে বান্দরবানের জনজীবন। অসহনীয় ভ্যাপসা গরমে বান্দরবান জনজীবনসহ প্রাণীকুল অতিষ্ঠ। এই গরম ব্যাঘাত ঘটিয়েছে নাইক্ষ্যংছড়ির মানুষের জীবনযাত্রায়। তীব্র গরমে এদের জীবনে নেমে এসেছে স্থবিরতা।