বৃহস্পতিবার- ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com

ড্রেজারের ধাক্কায় সেতু ভেঙ্গে তলিয়ে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন

বোয়ালখালীতে বালুবাহী ড্রেজারের ধাক্কায় রায়খালী খালের ওপর নির্মিত কাঠের সেতু ভেঙে গেছে। এতে উপজেলার শাকপুরা, চরখিজিরপুর ইউনিয়নসহ পৌরসভার লোকজনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চলাচলের জন্য দ্রুত সেতুটি মেরামতের দাবি স্থানীয়দের

বৃহস্পতিবার (৬ জুন) বেলা ১২টার দিকে পৌরসভার ৮ নং ওযার্ডের ঘাটকুল এলাকায় বালুবাহী ড্রেজারের ধাক্কায় রায়খালী খালের উপর থাকা সেতুটির ভেঙে জোয়ারের পানিতে তলেয়ে গেছে।

স্থানীয় মো: হারুন সওদাগর বলেন,সকাল ১২ টার দিকে একটি বালুবাহী ড্রেজার ধাক্কা দিলে কাঠের সেতুটি ভেঙে পড়ে। এ সময় সেতুতে থাকা দুই ব্যক্তি খালে পড়ে আহত হন। তারা সাঁতরে পাড়ে উঠেছেন।

উপজেলা প্রকৌশলী অফিসার রেজাউল করিম বলেন, রায়খালী খালের উপর একটি ব্রীজ ছিল
সেটা ভেঙ্গে যাওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে এ ব্যাপারে প্রতিবেদন আকারে কৃতর্পক্ষকে জানাব যেন দ্রুত পদক্ষেপ গ্রহন করে।

এবিষয়ে পৌরসভার মেয়র জহুরুল ইসলাম বলেন, সেতুটি দিয়ে স্কুল,কলেজের শিক্ষার্থীসহ জনসাধারন চলাচল করে। আজকে বালুবাহী ড্রেজারের ধাক্কায় সেতুটি ভেঙ্গে যায়, ড্রেজারের মালিকের সাথে কথা হয়েছে তিনি সেতুটি জনচলাচলের ব্যবহার উপযোগীভাবে মেরামত করে দেবে। আশা করি অতি দ্রুত সেতুটি জনচলাচলের উপযোগী হবে।

2Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়