উপজেলার বরইতলী ইউনিয়ন এর গরুবাজার নামক এলাকায় ডাকাত থেকে বাঁচতে গিয়ে সিএনজি ঘুরাতে গেলে উল্টে যাত্রী পড়ে যায় এবং পড়ন্ত যাত্রী লরীর ধাক্কায় প্রাণ হারায়।
৩’ই এপ্রিল, ২৪ইং (বুধবার) রাত আনুমানিক ৩ ঘটিকায় এ ঘটনা ঘটে।
মৃত আনিচ(৩৫) চকরিয়া উপজেলার কাকরা ইউনিয়নের মোহাম্মদ সেলিমের পুত্র। সিএনজিতে থাকা আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান,হাইয়েস যোগে একদল ডাকাত সিএনজিকে আনুমানিক ৩:২০মিনিটে ধাওয়া করলে সিএনজিটি দ্রুত টান দেয়।একসময় সিএনজি গাড়িটি ঘুরাতে গেলে উল্টে যায় এবং একজন যাত্রী পড়ে যায়। পড়ন্ত যাত্রীকে একটি অজ্ঞাত লরী এসে ধাক্কা দিলে সাথে সাথে মৃত্যুবরণ করে।ময়নাতদন্তের জন্য মৃত লোকটিকে হাসপাতালে পাঠানো হয় এবং সিএনজি ও ড্রাইভার হাইওয়ে থানার হেফাজতে আছে বলে জানান এ কর্মকর্তা। কিন্তু লরীটি এখনও ধরা যায় নি।এ ঘটনায় চিরিঙ্গা হাইওয়ে থানায় মামলার কাজ প্রক্রিয়াধীন অবস্থায় আছে।