চট্রগ্রামের লোহাগাড়া থেকে ৫০ টি চুরি হওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে লোহাগাড়া থানা পুলিশ।
হারিয়ে যাওয়া এসব ফোন দেশের বিভিন্ন স্থান থেকে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
২৫ মে(শনিবার)রাত ৮টায় ৫০টি চুরি হওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম।
আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মো.মিশকাতুর রহমান জানান, বাসা থেকে কলেজে যাওয়ার পথে মোবাইল ফোন হারিয়ে ফেলেন তিনি। দীর্ঘ দিন পরে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন এই শিক্ষক।
তিনি বলেন, এক সময় পুলিশের প্রতি তার একটি খারাপ ধারণা ছিল। কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে হারানো ফোনটি পুলিশ উদ্ধার করে দেয়ায় ধারণাটাই বদলে গেল।
আধুনগর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার ছাত্র আবু বক্কর বলেন, অনেক কষ্ট করে একটি মোবাইল ফোন কিনে ছিলাম। কিন্ত কিছুদিন আগে সেই সখের মোবাইলটি চুরি হয়ে যায়। এরপর থানায় জিডি করি। অল্প কয়েকদিনের মধ্যে পুলিশ হারানো ফোনটি উদ্ধার করে দেয়।
লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, পুলিশের কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা ও জনগনের জানমালের নিরাপত্তা দেয়া। এ মাসে ৫০টি চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে হস্তান্তর করা হয়েছে।
তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বিগত, ৩মাসে প্রায় ১০০টি চুরি হওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা।