বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন এর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৭’ই ফেব্রুয়ারী, ২৫ইং (বৃহস্পতিবার) চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু হানিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বান্দরবান জেলা পরিষদের সদস্য এডভোকেট আবুল কালাম আজাদ ও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য মোঃ সাইফুল ইসলাম রিমন।
গেস্ট অব অনার এর বক্তব্যে জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম বলেন,জুলাই গনঅভ্যুত্থানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তোমাদের শিক্ষার্থীরা। তোমরা আগামীতে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অবদান রাখবে সেটা আমরা আশা করছি।পাশাপাশি বিদ্যালয়ের সংস্কারের বিষয়ে আজকের প্রধান অতিথিসহ বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়কে অবগত করব ইনশাআল্লাহ। এ অর্থায়নে না হলেও আগামী অর্থায়নে যেন বিদ্যালয়ের গাইডওয়াল ও শিক্ষকদের বিষয়ে কাজ করা হবে ইনশাআল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আবুল কালাম আজাদ বলেন,এ বিদ্যালয় বান্দরবানের একটি ঐতিহ্য। বিদ্যালয়ের সার্বিক যে চাহিদাগুলো উপস্থাপন করা হয়েছে তা ইনশাআল্লাহ হয়ে যাবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,লক্ষ ও উদ্দেশ্য নিয়ে এগিয়ে যেতে হবে।নৈতিকাতা ও মানবিকতা শিখতে হবে।আজকে যারা প্রতিযোগিতায় জয়ী হতে পারেনি তারা যেন আগামীতে জয়লাভ করতে পারে তারজন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।পাশাপাশি কোরআন ও হাদিসের আলোকে জীবন গঠন করতে হবে।তাহলেই একজন আদর্শবান নাগরিক হয়ে নিজেকে গড়ে তুলে একটি সমৃদ্ধ সমাজ গড়ে উঠবে বলে আশা করছি।কলেজের যে চাহিদাগুলো আছে জেলা পরিষদের চেয়ারম্যান এর সাথে আলোচনা করে ইনশাআল্লাহ স্থানীয় সরকারে বরাদ্দ আসলে দিয়ে দেওয়া হবে।
সর্বশেষ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জয়লাভ করা শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।