বান্দরবানের নাইক্ষংছড়ি বাজার পরিচালনা কমিটির উদ্যেগে বাজার ব্যবসায়ীদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে বাজার চত্বরে বাজার পরিচালনা কমিটির সভাপতি ইয়াহিয়া খাঁন মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা: ফরিদ এর সঞ্চালনায় এই সভায় স্বতস্ফুর্তভাবে অংশ নেন বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বৈরাচার সরকারের আমল থেকে আ’লীগের উপজেলা সভাপতি শফিউল্লাহ’র আত্মীয়স্বজন ও আওয়ামীলীগের নেতাকর্মীরা বাজারেরর জায়গা জবর দখল এবং বেপরোয়াভাবে চাঁদাবাজি করেছে।
ব্যবসায়ীদের থেকে নিয়মিত চাঁদা আদায়, জায়গা দখল, ব্যবসায়ীরদের কাছ থেকে জোরপূর্বক বিভিন্ন প্রোগ্রামের নামে অর্থ হাতিয়ে নেয়া নিত্যনৈমত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছিল।
এতে করে নাইক্ষ্যংছড়ি বাজারের ব্যবসা ও ব্যাবসায়ীরা ধ্বংসের মুখে পড়েছিল।
গত ৫ তারিখের পর স্বৈরাচারের অনুসারীরাও এলাকা ছেড়ে পালিয়েছে। তাই বাজারের ব্যবসায়ীরা এখন সুন্দর এবং নিরাপদ ভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে। চাঁদাবাজ মুক্ত হয়েছে বাজার।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাইল আহমদ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ওফোসা মার্মা, বিএনপি নেতা সাইফুদ্দিন বাহাদুর, উপজেলা জামায়াত ইসলামী’র সেক্রেটারী আবু নাসের, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর সওদাগর, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাস্টার মনির আহমদ, সদস্য নুরুল ইসলাম মেম্বার (সাবেক), আব্দু সওদাগর, ডাক্তার মোঃ হেলালীসহ বাজার কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
53Shares