বাংলাদেশ লায়ন্স ক্লাব অব চট্টগ্রামের পক্ষ থেকে ১৮ জন গরীব-দুস্হ শিশু ও পুরুষ-মহিলা প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে কৃত্রিম পা বিতরন অনুষ্ঠান ৮ জুলাই বিকেলে চট্টগ্রাম লায়ন চক্ষু হাসপাতাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে লায়ন জেলা ৩১৫ বি ৪ এর সদ্য নিযুক্ত জেলা গভর্নর লায়ন কোহিনুর কামালের আসন গ্রহণ ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এস এ আর পি ভি (SARPV) এর এই মানবিক কাজের ভূয়সি প্রশংসা করেন । বিশেষ করে যার আর্থিক সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানের আয়োজন এবং তা দেখে মুগ্ধ হয়ে যান। লায়ন খোরশেদ আনোয়ার চৌধুরীর আরও বলেন, এই মানবিক কাজগুলোই লায়নদের গর্ব এবং লায়নের মূল কাজ হিসেবে ওনার অভিমত পোষণ করেন পাশাপাশি উক্ত মানবিক কাজের সাথে সবসময়ই উনার অংশগ্রহণ থাকার আশ্বাস প্রদান করেন ।
অনুষ্ঠান পরবর্তী সকল প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক উপকরণ বা কৃত্রিম পা বিতরণ করেন একই সাথে ১৭ জন প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে নগদ অর্থ বিতরণ করেন৷
অনুষ্ঠানের সভাপতি এস এ আর পি ভি’র উপদেষ্টা লায়ন খোরশেদ আনোয়ার চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, ১৮ জন প্রতিবন্ধী ব্যক্তি আজকে যেভাবে অসহায়ত্বকে দূর করে স্বাভাবিক জীবনে চলাফেরা করে উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, ভবিষ্যতে আরও যে সকল প্রতিবন্ধী এখনও প্রতিবন্ধকতার শিকার হয়ে চলাচল করতে পারছে না, তাদেরকেও আর্থিক সহযোগিতা প্রদানের মাধ্যমে বিকল্প পা বিতরণ করে, সমাজে চলাফেরা করার সুযোগ তৈরীর জন্য সর্বোচ্চ সহযোগিতার প্রদান করবেন বলে আশ্বস্ত প্রদান করেন। একই সাথে এস এ আর পি ভি’র যারা এই মানবিক কাজের সাথে জড়িত তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।
এস এ আর পি ভি’র আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন জেলার গভর্নর এমডিএম মহিউদ্দীন চৌধুরী, প্রথম ভাইস জেলা গভর্নর মোসলেহ উদ্দিন অপু, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর কামরুজ্জামান লিটন, সাথে ছিলেন কেবিনেট সেক্রেটারি বেলাল উদ্দিন চৌধুরী, কেবিনেট ট্রেজারার ইমতিয়াজ ইসলাম ও জেলার সিনিয়র নেতৃবৃন্দ সহ এস এ আর পি ভি প্রস্থেটিক অথ্রোটিক ইনচার্জ সাকিব ও এস এ আর পি ভি’র অন্যান্য সহকর্মী সহ সকল প্রতিবন্ধী