চট্টগ্রামের সিভিল সার্জন হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন ডা.মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ছিলেন।
আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
তিনি ২৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিকিৎসক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি বাঁশখালীর কালীপুরে স্থায়ীভাবে বসবাস করছেন। তার একমাত্র ছোট ভাই আমেরিকা প্রবাসী।
বাঁশখালীর সরল গ্রামের মোস্তাফিজুর রহমান চৌধুরী ও কামরুন্নাহার দম্পত্তির সন্তান জাহাঙ্গীর আলম চৌধুরী এর আগে বাঁশখালী ও পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এবং কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
এই বিষয়ে ওনার মুঠোফোন একাধিকবার কল দিলে ও তিনি রিসিভ করেন নাই।