বুধবার- ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

চকরিয়া সাংবাদিক ফোরামের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারের চকরিয়ায় সমিতি ভিত্তিক সাংবাদিক সংগঠন, চকরিয়া সাংবাদিক ফোরামের আয়োজনে, ১১ মার্চ, মঙ্গলবার বিকেল ৫টায়, চকরিয়া পৌর শহরের ধানসিঁড়ি কনভেনশন হল মিলনায়তনে দোয়া, ইফতার মাহফিল ও রমযানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, চকরিয়া সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, দি ডেইলী নিউ নেশনের চকরিয়া – পেকুয়া প্রতিনিধি ও আলোকিত চকরিয়া ডট কমের সম্পাদক বি এম হাবিব উল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের চকরিয়া উপকূলীয় প্রতিনিধি এএম ওমর আলী। প্রধান আলোচক আলোচক হিসেবে উপস্থিত হয়ে দোয়া, ইফতার মাহফিল ও রমযানের আলোচনায় দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, বিশিষ্ট ইসলামি আলোচক হযরাত মৌলানা জসিম উদ্দিন হেলালি।

চকরিয়া সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের দর্পন ও আমাদের কক্সবাজারের চকরিয়া প্রতিনিধি মোহাম্মদ নুরুদ্দোজার সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিতত ছিলেন, চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানব কন্ঠ পত্রিকার চকরিয়া প্রতিনিধি মোঃ আব্দুল মজিদ, জিএএম এনামুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক, চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয় ও প্রতিনিধি দৈনিক চকোরী, চকরিয়া ইলিশিয়া জমিদার বাড়ীর সন্তান ও প্রাকৃতিক স্টুডিওর এডমিন কাদের নেওয়াজ চৌধুরী, বিশেষ অতিথি, চকরিয়া উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার চকরিয়া প্রতিনিধি রফিক আহমদ, দৈনিক যুগযুগান্তর পত্রিকার কক্সবাজার ব্যুরোচীপ মোঃ আবুল কালাম আজাদ, চকরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দৈনিক সৈকত পত্রিকার চকরিয়া প্রতিনিধি সাইফুল ইসলাম খোকন, দৈনিক জনতার কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃ আব্দুল মতিন চৌধুরী। বিগত ২০০৮ সালে প্রতিষ্ঠিত চকরিয়া সাংবাদিক ফোরামের সদস্যদের মধ্যে মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক অলি উল্লাহ রনি (প্রতিনিধি- দৈনিক খবরপত্র ও দৈনিক আজকের কক্সবাজার), অর্থ সম্পাদক মো. কামাল উদ্দিন (প্রতিনিধি- দৈনিক ভোরের ডাক ও দৈনিক আজকের কক্সবাজার বার্তা), সদস্য মোঃ. আব্দুল হামিদ, প্রতিনিধি দৈনিক একুশে সংবাদ, মো.ওমর আলী, প্রতিনিধি আমাদের চট্টগ্রাম, দৈনিক আজকের বসুন্ধরা ও অর্থ দৃষ্টি, আরাফাত চৌধুরী, প্রতিনিধি দৈনিক স্বাধীন সংবাদ, ফয়সাল আলম সাগর, প্রতিনিধি দৈনিক আমার সংবাদ, জমির হোসেন, প্রতিনিধি ডেইলী কমার্শিয়াল টাইমস, আলোকিত চকরিয়া ডটকমের এডমিন ও দৈনিক নাগরিক ভাবনার চকরিয়া প্রতিনিধি সিরাজুল মোস্তাকিম মিশু, সেলিম উদ্দিন খান, স্টাফ রিপোর্টার আলোকিত চকরিয়া ডট কম।

মরহুম আবু তাহের ফাউন্ডেশন এর সৌজন্যে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাগফিলে এসময় চকরিয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি শাহজালাল শাহেদ, সাইফুল ইসলাম সাইফ, চকরিয়া প্রতিনিধি দৈনিক বাকখালী ও টিটিএন, জুবাইরুল ইসলাম, চকরিয়া প্রতিনিধি সি প্লাস টিভি, নাজমুল সাঈদ সোহেল, চকরিয়া প্রতিনিধি দৈনিক প্রতিদিনের সংবাদ, দৈনিক জবাবদিহির চকরিয়া প্রতিনিধি আব্দুল করিম বিটু, এইচএমএস রুহুল কাদের, চকরিয়া প্রতিনিধি দৈনিক গণমানুষের আওয়াজ, আব্দুল্লাহ আল মামুন, বান্দরবান জেলা প্রতিনিধি দৈনিক ভোরের সময়, মোঃ সোহেল আরমান, প্রতিনিধি দৈনিক স্বদেশ বিচিত্রা, শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া প্রতিনিধি বাংলাদেশের আলো, মোঃ রিদুয়ানুল হক, দৈনিক মুক্ত খবর, মোঃ আরাফাতুল ইসলাম, দৈনিক বায়েজিদ, মোঃ কফিল উদ্দিন, দৈনিক নিরপেক্ষ, রিয়াদ উদ্দিন, চকরিয়া প্রতিনিধি এনএএন টিভি, শফিউল করিম সবুজ, চকরিয়া প্রতিনিধি দৈনিক সোনালী কন্ঠ, ফরিদা ইয়াসমিন, চকরিয়া প্রতিনিধি দৈনিক দৈনন্দিন, এরফান চৌধুরী, দৈনিক অগ্নিশিখা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়