কক্সবাজারের চকরিয়ায় এক সৌদি প্রবাসী ও তার পুত্রকে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। এসময় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় ওই প্রবাসীকে চমেকে প্রেরণ করা হয়েছে।
রবিবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটেছে।
হামলায় খোরশেদ আলম ডালিম (৩৬) ও তার ছেলে মোহাম্মদ (১৫) আহত হয়।
আহত খোরশেদ আলম ডালিমের বড় বোন মনজুরা বেগম জানান, বদরখালী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে পৈত্রিকভাবে ১৭ কড়া জমি বরাদ্দ পেয়ে ওই জমি জমাভাগ খতিয়ান সৃজন করা হয়েছে। খোরশেদ বর্তমানে ভোগদখলে রয়েছে ওই জমি। পরিবারের আর্থিক স্বচ্চলতা ফিরিয়ে আনতে সৌদি আরবে যান সে। সেখানে দীর্ঘদিন থাকার পর সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরে আসে।
রবিবার ১১ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে নিজ এলাকায় পৈত্রিকভাবে পাওয়া জমিতে চাষাবাদ দেখতে গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা স্থানীয় সন্ত্রাসী নাজেম উদ্দিন ভূট্টো তার পুত্র ওসমান গনিসহ ৫-৬জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে খোরশেদকে আঘাত করে। এসময় প্রবাসী খোরশেদ আলমের শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়।
তার পুত্র মোহাম্মদ এগিয় আসলো তাকেও পিটিয়ে আঘাত করা হয়। পরে খবর পেয়ে তার স্বজনরা তাদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে খোরশেদের অবস্থা আশঙ্কাজনক হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে সন্ত্রাসীরা তার পরিবারকে নানাভাবে হুমকি ধমকি দিচ্ছেন বলে জানান স্বজনেরা। ##