কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের স্কুল ছাত্র শামীমকে অপহরনের চেষ্টার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে ৮ জুন শনিবার রাত সাড়ে দশটার দিকে ইউনিয়নের ৬নং ওয়ার্ড সেগুনবাগিচা এলাকায়। শামীম মালয়েশিয়া প্রবাসী আবুল কাসেমের ছেলে।
এ ঘটনায় স্কুল ছাত্র শামীমের মা ছালেহা পারভীন বাদী হয়ে স্থানীয় আবদুর রহিমের ছেলে নায়েম, আবদুল্লাহর ছেলে আবদুর রহমান ও আবদুর রহিমসহ ৪ জনের নামে থানায় এজাহার দায়ের করেছে।
এজাহার ও বাদী সুত্রে জানা যায়, বাদী ছালেহা পারভীন তার ছেলে শামীকে ঔষধের জন্য পাঠালে সে খুটাখালী বাজার থেকে ঔষধ নিয়ে বাড়ি ফেরার পথে স্থানীয় নেজাম সওদাগরের বাড়ির পাশে চলাচল সড়কে আগে থেকে ওতপেতে থাকা নায়েম, আবদুর রহিম, আবদুর রহমানসহ ৪ জন লোক শামীমকে মারধর করে জোরপূর্বক ব্যাটারীচালিত অটোরিকশায় তুলে অপহরণের উদ্দেশ্যে রওয়ানা হয়।
শামীমের শোর চিৎকারে আশে পাশের লোকজন আগাইয়া এলে কিছুদূর গিয়ে শামীমকে ফেলে আসামিরা পালিয়ে যায়। তাৎক্ষণিক ভাবে পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি অবগত করিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিস্তারিত অবগত হয়।
আসামীরা প্রকাশ্যে হুমকিধামকি অভ্যাহত রাখছে জানিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বাদী ছালেহা পারভীন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খুটাখালীতে একটা ছেলেকে মারধর ও জোরপূর্বক গাড়িতে তোলার ঘটনায় একটা অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ##