শুক্রবার- ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com

চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদী গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়াম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদী গ্রেপ্তার হয়েছেন।

গত (২০ ডিসেম্বর) শুক্রবার সন্ধ্যার দিকে একটি প্রাইভেটকার যোগে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে ফেনীর মহিপাল এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব। পরে তাকে রাতেই কক্সবাজার নিয়ে আসা হয়।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সাঈদীকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী জানান, র‌্যাব কর্তৃক গ্রেপ্তারের পর চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীকে থানায় সোপর্দ করা হয়।

এর পর তাকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ তিনটি মামলায় সাঈদী এজাহারনামীয় আসামি। ৫ আগস্ট পরবর্তী এসব মামলা রুজু হয় থানায়। এরমধ্যে একটি হত্যা মামলা, একটি হত্যা চেষ্টাসহ হামলা-লুটপাট ও বিশেষ ক্ষমতা আইনে রুজু হওয়া মামলা। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সোপর্দ করা হয়েছে।

1Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়