বুধবার- ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

চকরিয়ার বদরখালী বাজারে ৬টি দোকান আগুনে ভস্মীভূত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী বাজারে ৬টি দোকান আগুনে ভস্মীভূত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যান এবং দীর্ঘ দেড় ঘন্টা প্রচেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানা যায়। এ

সময় চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আবু জাফর জানান, চকরিয়ার বদরখালী বাজারস্থ দোকানে আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্তিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যায়। দীর্ঘ দেড় ঘন্টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এতে পুড়ে যাওয়া দোকানগুলোর ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি টাকার মত বলে ধারণা করা হচ্ছে। এদিকে, স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দোকান গুলো আগুনে পুড়ে যাওয়ার কারণে অনেক দোকানদার নি:স্ব হয়ে গেছে।

তারা ঈদুল ফিতর উপলক্ষে দোকানে মালামাল তুলেছিল। কিন্তু, আজকে আগুনে পুড়ে গিয়ে তাদের সহায় সম্বল শেষ হয়ে গেছে।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়