শুক্রবার- ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

চকরিয়ার ফাঁসিয়াখালীতে বিএনপি নেতার উপর হামলার ঘটনায় বিচার দাবীতে মানববন্ধন

ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক সহ-সভাপতি দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সিরাজ উদ্দীন আহমেদ এর উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন ফাঁসিয়াখালী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।

গতকাল বিকাল ৩টার দিকে গাবতলী বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, গত ২০ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নয়াপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় সাংগঠনিক কাজ শেষ করে বাড়ি ফেরার পথে একদল দূর্বৃত্ত বিএনপি নেতা মাষ্টার সিরাজ উদ্দিন আহমেদের উপর অতর্কিত হামলা চালায়।

এ হামলার ঘটনায় মাষ্টার সিরাজ উদ্দিন আহমেদ রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তার সাথে থাকা লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার পর থেকে এখনো তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু, ঘটনার ৩দিন অতিবাহিত হলেও ঘটনার সাথে জড়িত কারো বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করা হয়নি বা এখনো পর্যন্ত দলীয় কোন সিদ্ধান্তও নেয়া হয়নি। এ ঘটনায় আমরা ফাঁসিয়াখালীবাসী খুব বেশি মর্মাহত।

দলীয় উর্ধতন নেতাকর্মী ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ- মাষ্টার সিরাজ উদ্দিন আহমেদের উপর হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। অন্যথায়, আমরা সাধারণ জনতা মাষ্টার সিরাজ উদ্দিন আহমেদের উপর হামলার ঘটনায় বিচার দাবীতে আরো বৃহত পরিসরে কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবো।

এদিকে, আয়োজিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন-বি.কম ফরিদ, সরোয়ার আলম, মো. আনোয়ার, আনোয়ারুল করিম জাহেদ, আমির হোসেন, তৌহিদুল ইসলাম সায়েম, আব্দুল হাই, বাবু সহ নানান শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়