বুধবার- ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

চকরিয়ায় হাতির আক্রমণে কৃষক আহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় বন্য হাতির আক্রমণের শিকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কৃষক ছলিম উল্লাহ(৫০)।

মোঃ ছলিম উল্লাহ উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকার মৃত সিদ্দিক আহমদ সওদাগরের ছেলে। পেষায় একজন কৃষক।

গত (৪ মে) রাত আনুমানিক ৯ টার দিকে খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া মৌজার পাগলিরবিল এলাকায় ধান ক্ষেতে পাহারারত অবস্থায় বন্য হাতির কবলে পড়ে গুরুতরভাবে আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মালুমঘাট মেমোরিয়াল খৃষ্টান হাসপাতালে ভর্তি করা হয়।

তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় বর্তমানে চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে বলে নিশ্চিত করেন ছলিম উল্লার ভাইপো মুমিনুল হক ছিদ্দিকী।

এ ঘটনায় বৃহস্পতিবার (৯ মে) রাতে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি রুজু করা হয়েছে, যার নং ৪২৮/২০২৪।
উনার বুকের সকল হাড় ভেঙ্গে যাওয়ায় তাঁকে ব্যয়বহুল চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। কৃষক পরিবারের পক্ষে বিশাল এই চিকিৎসা খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তাই সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন তার পরিবার।##

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়